০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
লোহাগাড়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি

১৬ জন পথচারীকে একই সাথে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু, মোটরসাইকেল সহ মূল্যবান জিনিসপত্র লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে কবি গানের আসর থেকে ফেরার পথে ১৬ জন পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে কাপড় দিয়ে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি বাকর আলী পাড়ায় ডাকাতির এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা ওই এলাকায় তিন পরিবারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু, জালাল আহমদ নামে এক ব্যক্তির ১টি মোটরসাইকেল, বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে ১টি ল্যাপটপ ও কিছু নগদ টাকা এবং আটকে রাখা ১৬ জনের প্রত্যেকের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, রাতে একই ওয়ার্ডের তালুকদার পাড়ায় কবি গানের আসর হয়। গভীর রাতে গানশুনে গোল মোহাম্মদ পাড়া, হাবিলাশ চৌধুরী পাড়া ও বাকর আলী পাড়ার লোকজন পৃথকভাবে বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকাতরা পর্যায়ক্রমে ওই পথ দিয়ে আসা পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে আটকে রাখে। এ সময় ডাকাতরা কয়েকজনকে মারধরও করেছে। ডাকাতরা চলে যাবার পরে এক পথচারীর মাধ্যমে জানতে পেরে অফিসকক্ষ থেকে জিম্মিদের উদ্ধার করা হয়।

ডাকাতের কবলে পড়া গোল মোহাম্মদ পাড়ার মো. রাশেদ জানান, গান শুনে ফেরার পথে ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে বিদ্যালয়ের অফিসকক্ষে নিয়ে আটকে রাখে। তাকে নেয়ার আগে অফিসকক্ষে আরো ৭ জনকে একইভাবে আটকে রাখা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও একইভাবে অফিসকক্ষে নিয়ে যাওয়া হয়। ডাকাতদের আনুমানিক বয়স ২৫-৩৫ বছর। তারা ১৫-২০ জনের মতো ছিল।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএস./

ট্যাগ :

দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘বরবাদ’

লোহাগাড়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি

১৬ জন পথচারীকে একই সাথে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু, মোটরসাইকেল সহ মূল্যবান জিনিসপত্র লুট

প্রকাশিত : ০৪:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে কবি গানের আসর থেকে ফেরার পথে ১৬ জন পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে কাপড় দিয়ে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি বাকর আলী পাড়ায় ডাকাতির এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা ওই এলাকায় তিন পরিবারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু, জালাল আহমদ নামে এক ব্যক্তির ১টি মোটরসাইকেল, বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে ১টি ল্যাপটপ ও কিছু নগদ টাকা এবং আটকে রাখা ১৬ জনের প্রত্যেকের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, রাতে একই ওয়ার্ডের তালুকদার পাড়ায় কবি গানের আসর হয়। গভীর রাতে গানশুনে গোল মোহাম্মদ পাড়া, হাবিলাশ চৌধুরী পাড়া ও বাকর আলী পাড়ার লোকজন পৃথকভাবে বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকাতরা পর্যায়ক্রমে ওই পথ দিয়ে আসা পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে আটকে রাখে। এ সময় ডাকাতরা কয়েকজনকে মারধরও করেছে। ডাকাতরা চলে যাবার পরে এক পথচারীর মাধ্যমে জানতে পেরে অফিসকক্ষ থেকে জিম্মিদের উদ্ধার করা হয়।

ডাকাতের কবলে পড়া গোল মোহাম্মদ পাড়ার মো. রাশেদ জানান, গান শুনে ফেরার পথে ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে বিদ্যালয়ের অফিসকক্ষে নিয়ে আটকে রাখে। তাকে নেয়ার আগে অফিসকক্ষে আরো ৭ জনকে একইভাবে আটকে রাখা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও একইভাবে অফিসকক্ষে নিয়ে যাওয়া হয়। ডাকাতদের আনুমানিক বয়স ২৫-৩৫ বছর। তারা ১৫-২০ জনের মতো ছিল।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএস./