দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারী বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সংগঠন খাতুনগঞ্জ ট্রেন্ড এন্ড ইন্ডাস্টিজ এসোসিয়েশনের নেতৃবন্দ বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আসলাম চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় আসলাম চৌধুরীর ফৌজদারহাটস্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাত পর্বটি সম্পন্ন হয়। সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে ব্যবসায়ীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারমধ্যে অন্যতম হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ওজন স্কেলের বাধা। এসময় ব্যবসায়ীরা বলেন, ট্রাকে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করতে পারছেন না। অথচ ঢাকা– চট্টগ্রাম মহাসড়ক ছাড়া দেশের আর কোনো মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্কেল নেই। এটা চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে বিমাতাসূলভ আচরণ। এটি এখন ‘বিষফোঁড়ায়’ রূপান্তরিত হয়েছে। এছাড়া ঢাকা কেন্দ্রীক আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে চট্টগ্রাম বান্ধব ব্যবসা নীতি প্রণয়নে সরকারের উচ্চ মহলকে অবহিত করতে নেতৃবৃন্দ আসলাম চৌধুরীর সুদৃষ্টি কামনা করেন।
ব্যবসায়ীদের উত্থাপিত দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আসলাম চৌধুরী বলেন, “বিএনপি এখন ক্ষমতায় নেই। তবে ফ্যাসিস্টের পতনের ফলে ব্যবসায়ীদের আস্থা ফিরেছে। সরকার যাতে চট্টগ্রামের ব্যবসায়ীদের সুযোগ সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ করেন, সে বিষয়ে সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা থাকবে ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরতে। যৌক্তিক দাবিতে সবসময় নিজের অবস্থান ব্যবসায়ীদের পক্ষে থাকবে বলেও তিনি নেতৃবৃন্দকে আশ^স্থ করেন। “
এসময় খাতুনগঞ্জ ট্রেন্ড এন্ড ইন্ডাস্টিজ এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশীদ আমু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, সহ-অর্থ সম্পাদক মীর মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সমাজ কল্যাণ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খোরশেদ আলম, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতি বিষয়ক সম্পদক ফরিদুল আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আকবর আলী, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, এস এম সেলিম, শফিউল আলম, মো: রাশেদ, সাবেক সভাপতি মো: আবুল বশর চৌধুরী, ব্যবসায়ী মোসলেম উদ্দীন, এসএম কামাল উদ্দিন, হাজী আবুল কাশেম, জাবেদ ইকবাল, আব্দুল কাদের রিজওয়ান, হাজী বেলাল উদ্দীনসহ অনেকে।
ডিএস./