০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিচারক, ডাক্তার ও সিআইডির নাম ভাঙিয়ে প্রতারণায় গ্রেফতার: ৩

সিআইডির নাম ব্যবহার করে প্রতারণা করার দায়ে প্রতারক চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি বগুড়া জেলা। এরা হলো মোঃ লিখন মিয়া (৩৩)মোঃ রানা মিয়া (৩০)মোঃ সুমন মিয়া (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। প্রতারক চক্রটি বিচারক, চিকিৎসা সনদ প্রদানকারী ডাক্তার, সিআইডিসহ সরকারী বিভিন্ন কর্মকর্তার নামে প্রতারণাপূর্বক অর্থ আদায় করার অভিযোগে সিআইডি বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা নং-৬৮, তারিখ-২৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ ধারা- পেনাল কোড-৪০৬/৪২০/৪১১/৩৪ রুজু করে।

জানা যায়, একটি খুনের মামলার বাদীর পিতার লাশ কবর থেকে উত্তোলনে আদেশ নেওয়ার জন্য কোর্ট এবং ডাক্তার (পোস্টমর্টেম) বাবদ টাকা প্রয়োজন দাবী করে প্রতারক চক্র বিভিন্ন সময় ও তারিখে বাদীর নিকট সুকৌশলে অর্থ আদায় করে। পরবর্তীতে আবারও মামলা তদন্তের নাম করে বাদীর কাছ থেকে ধাপে ধাপে মোট ২ লক্ষ ৫ হাজার টাকা প্রতারণাপূর্বক আত্মসাৎ করে। মামলার বাদি গরু ছাগল হাঁস মুরগি প্রভৃতি বিক্রয় করে প্রতারক চক্রকে মামলা চালানো বাবদ টাকা পয়সা প্রদান করেন। অসহায় দরিদ্র বাদীপক্ষ এক পর্যায়ে নিরুপায় হয়ে জায়গা জমি বন্ধকী রেখে প্রতারক চক্র কে অর্থ প্রদান করেন।

উল্লেখিত তথ্যের ভিত্তিতে সিআইডি বগুড়া জেলার একটি চৌকষ আভিযানিক টিম অনুসন্ধানপূর্বক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে প্রতারণার সাথে সরাসরি জড়িত উপর্যুক্ত ৩ ভাইকে গ্রেফতার করে। গ্রেফতারকালীন তাদের কাছ থেকে প্রতারণালদ্ধ ২,০৫,০০০/- (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা উদ্ধার করা হয়।

ডিএস./

 

ট্যাগ :

বাবরকে পেছনে ফেলে কোহলির বিশ্ব রেকর্ড

বিচারক, ডাক্তার ও সিআইডির নাম ভাঙিয়ে প্রতারণায় গ্রেফতার: ৩

প্রকাশিত : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সিআইডির নাম ব্যবহার করে প্রতারণা করার দায়ে প্রতারক চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি বগুড়া জেলা। এরা হলো মোঃ লিখন মিয়া (৩৩)মোঃ রানা মিয়া (৩০)মোঃ সুমন মিয়া (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। প্রতারক চক্রটি বিচারক, চিকিৎসা সনদ প্রদানকারী ডাক্তার, সিআইডিসহ সরকারী বিভিন্ন কর্মকর্তার নামে প্রতারণাপূর্বক অর্থ আদায় করার অভিযোগে সিআইডি বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা নং-৬৮, তারিখ-২৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ ধারা- পেনাল কোড-৪০৬/৪২০/৪১১/৩৪ রুজু করে।

জানা যায়, একটি খুনের মামলার বাদীর পিতার লাশ কবর থেকে উত্তোলনে আদেশ নেওয়ার জন্য কোর্ট এবং ডাক্তার (পোস্টমর্টেম) বাবদ টাকা প্রয়োজন দাবী করে প্রতারক চক্র বিভিন্ন সময় ও তারিখে বাদীর নিকট সুকৌশলে অর্থ আদায় করে। পরবর্তীতে আবারও মামলা তদন্তের নাম করে বাদীর কাছ থেকে ধাপে ধাপে মোট ২ লক্ষ ৫ হাজার টাকা প্রতারণাপূর্বক আত্মসাৎ করে। মামলার বাদি গরু ছাগল হাঁস মুরগি প্রভৃতি বিক্রয় করে প্রতারক চক্রকে মামলা চালানো বাবদ টাকা পয়সা প্রদান করেন। অসহায় দরিদ্র বাদীপক্ষ এক পর্যায়ে নিরুপায় হয়ে জায়গা জমি বন্ধকী রেখে প্রতারক চক্র কে অর্থ প্রদান করেন।

উল্লেখিত তথ্যের ভিত্তিতে সিআইডি বগুড়া জেলার একটি চৌকষ আভিযানিক টিম অনুসন্ধানপূর্বক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে প্রতারণার সাথে সরাসরি জড়িত উপর্যুক্ত ৩ ভাইকে গ্রেফতার করে। গ্রেফতারকালীন তাদের কাছ থেকে প্রতারণালদ্ধ ২,০৫,০০০/- (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা উদ্ধার করা হয়।

ডিএস./