১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

সীতাকুণ্ডে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও সড়ক দুর্ঘটনায় জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা-বাবাসহ আরও সাত জন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় ইউনিটেক্স ফ্যাক্টরীর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মোঃ ফয়সাল (১৪), নানী সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও গাড়ীর চালক মোঃ রায়হান (২৪)।

জানা যায়, নিহত জাকিয়ার বাবা জামাল উদ্দিন ভোলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী পেয়েছেন জামাল উদ্দিন। তাই পরিবারসহ চট্টগ্রামে স্থানান্তর হচ্ছিলেন তিনি। আসবাবপত্রসহ মালামাল পিকআপ ভ্যানটিতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। পিকআপের সামনে চালক ও সহকারী বসা ছিলেন। জামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পিকআপ ভ্যানের পেছনে রাখা মালামালের ওপর বসে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চৌধুরী মাকের্ট এলাকায় ইউনিটেক্স ফ্যাক্টরীর সামনে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামমুখী লেনে পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এক পর্যায়ে বাসটির পেছনের অংশের সাথে পিকআপ ভ্যানটির ধাক্কা লাগে। এ সময় আসবাবপত্র বোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়ীতে থাকা এক শিশু নিহত হয় এবং আরও সাত জন আহত হয়। আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ীটি তারা উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, এনিয়ে এক দিনের ব্যবধানে সীতাকুণ্ডে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত হয় আরও আট জন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

পাপন দম্পতির বিরুদ্ধে ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৯২ কোটি লেনদেনে দুদকে মামলা

সীতাকুণ্ডে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৭

প্রকাশিত : ০৪:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও সড়ক দুর্ঘটনায় জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা-বাবাসহ আরও সাত জন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় ইউনিটেক্স ফ্যাক্টরীর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মোঃ ফয়সাল (১৪), নানী সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও গাড়ীর চালক মোঃ রায়হান (২৪)।

জানা যায়, নিহত জাকিয়ার বাবা জামাল উদ্দিন ভোলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী পেয়েছেন জামাল উদ্দিন। তাই পরিবারসহ চট্টগ্রামে স্থানান্তর হচ্ছিলেন তিনি। আসবাবপত্রসহ মালামাল পিকআপ ভ্যানটিতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। পিকআপের সামনে চালক ও সহকারী বসা ছিলেন। জামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পিকআপ ভ্যানের পেছনে রাখা মালামালের ওপর বসে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চৌধুরী মাকের্ট এলাকায় ইউনিটেক্স ফ্যাক্টরীর সামনে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামমুখী লেনে পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এক পর্যায়ে বাসটির পেছনের অংশের সাথে পিকআপ ভ্যানটির ধাক্কা লাগে। এ সময় আসবাবপত্র বোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়ীতে থাকা এক শিশু নিহত হয় এবং আরও সাত জন আহত হয়। আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ীটি তারা উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, এনিয়ে এক দিনের ব্যবধানে সীতাকুণ্ডে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত হয় আরও আট জন।

ডিএস./