গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) ছুটির দিনে কুমিল্লা নগরবাসীর পুরো বিকালটাই কেটেছে আতংকের মধ্যে। নগরীর বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভয়ংকর স্লোগানে তারা মিছিলও করে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিকেল ৩ টা ৫ টা পর্যন্ত নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুরপাড়, আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দিচ্ছে। এ সময় সড়কের দু’পাশে সাধারণ মানুষ আতংকিত হয়ে দাঁড়িয়ে কিশোর গ্যাংয়ের কর্মকান্ড দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।
শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক শাখায়। কলেজটির উচ্চ মাধ্যমিক শাখার কান্দিরপাড় এলাকা পার হয়ে দেখা যায় রানীর দিঘির দক্ষিনপাড়ে তিন থেকে চারশ কিশোর হাতে দেশীয় অস্ত্র নিয়ে দ্বিগবিদ্বিগ ছোটাছুটি করছে। রাস্তা খালি করার জন্য গাড়ির ড্রাইভারদেরকে দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে, তাদের মধ্যে সামনে নেতৃত্ব দিচ্ছিলো আরো অন্তত ১৫-২০ টি মোটর বাইক। ওই মোটর বাইকগুলো বিকট আওয়াজ তোলে সড়ক প্রদক্ষিন করে। ভিক্টোরিয়া কলেজের বাইরে রানীর দিঘিরপাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতংকিত হয়ে পড়েন।
ময়মনসিংহ থেকে নিজের মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা করুণা রানী সাহা বলেন, যে পরিস্থিতি দেখেছি তাতে মেয়ে যদি কুমিল্লা বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয় তবুও এখানে ভর্তি করাবো কিনা তা দ্বিতীয়বার ভাবতে হবে।
নগরীর রানীর দীঘির পাড় এলাকার অন্তত ৮ জন বলেন হঠাৎ ৫শতাধিকের মতো পোলাপান ছোটাছুটি করে মহড়া দিচ্ছে এতে গোটা রানীর দীঘির চতুর পাড়ের মানুষ আতঙ্কিত।
তালপুকুপরপাড় এলার অন্তত ১০ জন বাসিন্দা জানান, বিকেলে এক থেকে দেড়শ পোলাপান হাতে ছেনি রামদা চাপাতি নিয়ে আসে। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা আতংকিত হয়ে পরে। বিকেল সাড়ে ৪ টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেয়।
আবদুল আলিম নামে এক অটোরিকশা চালক বলেন, চুইট্টা চুইট্টা পোলাপাইন কি করে। এডির আতে ছেনি ছাফাতি। কয়দিন পর পর এডি রাস্তার নামে। এডির বাপ-মা ডাক দেয় না। এল্লাই এডি এরুম অইছে। পুলিশ কিতা করে।
অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা নগরীতে কমপক্ষে কুড়িটি কিশোর গ্যাং তাদের আধিপাত্য বজায় রাখতে দুদিন পর পর শক্তির মহড়া দেয়। এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বেশির ভাগ নিম্ন আয়ের পরিবারের সন্তান। অভিভাবকদের শাসন বারণ না মেনে বখাটে হয়ে কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে চুরি ছিনতাই ও ডাকাতির মত কাজে জড়িয়ে পরছে। বিভিন্ন সময়ে এদেরকে ব্যবহার করছে রাজনৈতিক দলের নেতারা। মাঝে মাঝে পুলিশের অভিযানে ধরা পরে। জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারো অপরাধমূলক কর্মকাÐে জড়িয়ে পরছে।
শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের মহড়া দেখে আতংকিত নগরবাসী গণমাধ্যমকর্মীদের জানায়, কিশোর গ্যাংয়ের ছবি তুলতে গিয়ে বেশ কয়েকজনকে হেনস্তার শিকার হতে হয়েছে।কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নামে পুলিশ। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশীয় অস্ত্রসহ ৪ জন কে আটক করা হয়। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ডিএস./