আরডিআরএস বাংলাদেশ চাইন্ড নট ব্রাইড প্রজেক্ট সহযোগিতায় রাণীগঞ্জ বন্ধু যুব সংগঠনের উদ্যোগে আজ দিনব্যাপী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় বীর কিক্রম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭, জন্ম নিবন্ধন বিবাহ রেজিষ্ট্রেশন বিষয়ক যুব নেতৃত্ব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কয়াপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনায়েম হোসেন সরদার, প্যানেল চেয়ারম্যান রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ।
আরো বক্তব্য রাখেন মো: হজরত বিল্লাল সভাপতি রাণীগঞ্জ বন্ধু যুব সংগঠন মো: রাজা মিয়া সহ সভাপতি, মোছা: আরিফা প্রচার সম্পাদক মো: রোকাইয়া শিক্ষা বিষয়ক সম্পাদক, আরডিআরএস এর প্রতিনিধি এফ এফ বিবেকানন্দ্র বিশ্বাস ও শাহ্ আলম প্রমূখ ।
আলোচনা শেষে বাল্যবিবাহ কে না জানিয়ে গণ স্বাক্ষর নেওয়া হয় এবং ৪৪জন বাল্য বিবাহের ঝুকিতে থাকা দরিদ্র শিক্ষাথর্ীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
ডিএস./