চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম কাঠগড় ১ নং ওয়ার্ডে হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)নূরানী মাদ্রাসা নামে প্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জরিত।
এই মাদরাসা প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে গেলেও সরকারি বেসরকারি কোনো বরাদ্দ না পাওয়ায় প্রয়োজনীয় শ্রেণী কক্ষের ব্যবস্থা করা সম্ভব হয়নি। দুটি টিনশেড ঘরে ছোট ছোট মাত্র পাঁচটি কক্ষে চলছে দেড় শতাধিক ছাত্রছাত্রীর পাঠদান।
জরাজীর্ণ উপরে টিন শেডের মাদরাসাটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। হতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
অফিস সূত্রে জানা যায়, এলাকার দানশীল ব্যক্তি এস এ এম মহিউদ্দিন নিজ উদ্যোগে ২ শতক দান করা জমিতে প্রতিষ্ঠা করেন হযরত আবু বকর ছিদ্দিক
( রাঃ) নূরানী মাদরাসা। ছয়জন শিক্ষক ও ছয়জন কর্মচারী নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় মাদরাসা কার্যক্রম, নুরানী -প্লে থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে সেখানে।
মাদরাসাটির ২য় দাতা সদস্য সাবেক হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান মিজান।তিনি মাদরাসা প্রতিষ্ঠার জন্য সার্বিক সহযোগিতা করেন এছাড়াও অনেকেই এগিয়ে আসেন মাদরাসা প্রতিষ্ঠায়।
দিন দিন বাড়ছে শিক্ষার্থী সংখ্যা, কয়েক বছর ধরে কোনো রকমে পাঠদান চললেও এখন সেগুলোও জরাজীর্ণ হয়ে পাঠদানে অযোগ্য হয়ে পড়েছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এছাড়াও চরম দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। পাঠদানে অবর্ণনীয় বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষকদের। আগামী গ্রীষ্ম ও বর্ষায় আরও ভোগান্তিতে পড়তে পারে তাই অতি দ্রুত সংস্কার প্রয়োজন, এ জন্য দানশীল, বৃত্তশালীদের সহযোগিতা এবং সরকারিভাবে সহায়তা চেয়েছেন মাদরাসার প্রধান শিক্ষক।
ডিএস.