খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন কর্তৃক আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল)সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে খুমপৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সম্প্রীতি নিবাস ঘর হস্তান্তর কার্যত্রুম উদ্ধোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্ণেল কৌশিক জাহান পিএসসি।
মাটিরাঙ্গা জোনের আওতায় গুইমারা উপজেলার কুমেন্দ্র পাড়ার বাসিন্দা সোহেল এিপুরাকে সম্প্রীতি নিবাস ঘরের চাবি হস্তান্তর করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্ণেল কৌশিক জাহান পিএসসি।
আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে মাটিরাঙ্গা জোন কর্তৃক বেসামরিক ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান, শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়, সেপকস গুইমারা, মাটিরাঙ্গা সেলাই প্রশিক্ষণ, মাটিরাঙ্গা কম্পিউটার প্রশিক্ষণ এবং মাটিরাঙ্গা ক্লাবকে আর্থিক অনুদান প্রদান, ২০০টি কৃষিপণ্য (ফলজ গাছের চারা) বিতরণ এবং ২৫ টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি এবং ডাঃ ফারিয়া আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে মোট ১৪৩ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ১১৭ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ২৬০ জন’কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্ণেল কৌশিক জাহান, বলেন আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। সর্বোপরি আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখার চেষ্টা করবে।
ডিএস./