শেরপুরে এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদী এবং ছয় মাস ইন্টার্নশিপ সম্পন্ন করা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রি পাস কোর্স (স্নাতক সমমান) এর যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
* আমার ভাইকে মারল কেন? জবাব চাই, জবাব চাই,
রক্তের দাগ শুকানোর আপেই বিচার চাই, বিচার চাই।
কর্তৃীশ চুপ ‘কেন BNMC সেরাও করো।
এক দফা, এক দাবি, রেজিষ্ট্রার তুই কই পালাবি।
এক দফা, এক দাবি, ডিপ্লমাকে ডিগ্রিচাই।
আমরা নার্স। আমরা শক্তি, বৈশস্যমুক্ত নার্সিং পড়ছি এই স্লোগানকে সামনে রেখে সোমবার ( ২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে শেরপুর জেলা নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদী এবং ছয় মাস ইন্টার্নশীপ সম্পন্ন করা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রী পাস কোর্স (স্নাতক সমমান) এর যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামারুজ্জামান, মোঃ আমিনুল ইসলাম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হেফজুল বারী, অনন্ত সরকার, তাজমুল ইসলাম, জিহাদ তালুকদার, ফারজানা আক্তার,শ্রাবণি আক্তার সহ সকল শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেছেন যে দাবি আদায়ের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় আগামী ২৭-০৪-২০২৫ রবিবার হতে বাংলাদেশের সকল ডিপ্লোমা নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম (ক্লাস পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্র্যাক্টিস) বন্ধ ঘোষণা করা হলো। সেই সাথে সারা দেশব্যাপী জেলা শহর গুলোর মেইন ফটকে কঠোর বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হলো এর আলোকে আজ শেরপুরে জেলা ইনস্টিটিউট সকল বর্ষের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
ডিএস./