দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে ভারতীয় ২ নাগরিককে আটক করেছে গ্রামবাসীরা। শুক্রবার (২ মে) দিনাজপুর বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময়, ৩২০ মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
এ ঘটনার প্রতিবাদে ধরে নিয়ে আসে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে গ্রামবাসী। পরে বন্দি বিনিময় করতে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।