হাতিরঝিল এবং মগবাজার এলাকায় মাহফুজুর রহমান বিপু (৪৮) ও তার বাহিনীর চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে উক্ত এলাকার সাধারণ জনগণ ভীত সন্তস্ত্র ও অতীষ্ঠ। গত ১৯/০৪/২০২৫ তারিখ ২৩২৫ ঘটিকার সময় রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলিস্থ ’’দি ঝিল ক্যাফে’’ নামক স্থানে মোঃ আরিফ সিকদার (২৬), পিতাঃ মোঃ গিয়াস উদ্দিন সিকদার, সাং-হোগলার মাঠ, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর’কে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার নিমিত্তে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করান। পরবর্তীতে চিকিৎসা চলাকালীন সময় গত ২১ এপ্রিল ২০২৫ তারিখ ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিম এর বোন মোছাঃ রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপু (৪৮)সহ কয়েকজনের নামে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলাটি গত ২৪/০৪/২০২৫ তারিখে হাতিরঝিল থানা হতে ডিবি, (তেজগাঁও বিভাগ) ডিএমপি ঢাকার নিকট তদন্তভার হস্তান্তর করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে, গত ৩ এপ্রিল ২০২৫ তারিখ মধ্যরাতে মাহফুজুর রহমান বিপু (৪৮), পিতাঃ ফজলুর রহমান, সাং- বাসা নং- ১৫৯/১৮/সি/১০, মৈত্রী নিবাস, শেওরাপাড়া, থানা- মিরপুর, ডিএমপি’কে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহায়তায় ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র মামলা (ওয়ারেন্টভূক্ত) এবং হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ মোট ০৪টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম :
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী শ্যুটার মাহফুজুর রহমান বিপুকে গ্রেফতার করেছে র্যাব
-
নিজস্ব প্রতিবেদকঃ
- প্রকাশিত : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- 3
ট্যাগ :
জনপ্রিয়