‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সপ্তাহে শেরপুর জেলার অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’’ ভূষিত হয়েছেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
শেরপুর জেলার পুলিশ সুপার মহোদয় আইজিপি ব্যাজ প্রাপ্তিতে রবিবার (৪ মে) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মানিত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সেই সাথে স্যারের ভবিষৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
ডিএস/