০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

দেবিদ্বার সেনা সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাট

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপাড়ে সাইফুল ইসলাম নামে এক সেনা সদস্যের বাড়িতে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার (৯ মে) জুম্মা বাদ পাশ্ববর্তী ভানী গ্রামের শতাধিক দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার (৬মে) দেবিদ্বারের আলোচিত ঘটনা টাকা লেনদেনের জেরে বন্ধু হাতে বন্ধু খুন এর জের ধরে এ হামলা হয়েছে।

সেনা সদস্য সাইফুল ইসলাম বলেন, তার প্রতিবেশি চাচাতো ভাই রাসেল তার ঘনিষ্ঠ বন্ধু সফিউল্লাহকে টাকা লেনদেনের জেরে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমরাও ঘটনার তিব্র নিন্দা জানিয়ে রাসেলের ফাঁসির দাবী জানাই। কিন্তু গতকাল নিহত সফিউল্লাহ এর গ্রামের শতাধিক লোকজন বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে ভানী থেকে আন্দিরপাড়ের পলাতক রাসেল এর বাড়িতে হামলা ও ভাংচুর করতে আসে দেশীয় অস্ত্র নিয়ে। ক্ষোভের বহিঃপ্রকাশে তারা রাসেল এর ঘরবাড়িতে হামলা ও ভাংচুর, ও আগুন ধরিয়ে সবকিছু ধ্বংস করে দেয়। তাতে আমাদের কোন আপত্তি নেই ছিলও না। কিন্তু কিছু লোক উদ্দেশ্যপ্রাণিত ভাবে আমাদের ঘরবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ হামলায় আমাদের তিনটি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। এতে আমাদের ঘর, বেড়া, আসবাবপত্র, ফ্রিজ ভাংচুর ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষয়ক্ষতি এবং স্বর্ণ, নগদ টাকাসহ লুটপাট হয়েছে। ঘটনায় কমপক্ষে ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ সময় দুর্বৃত্তরা সেখানে আরো কিছু ঘরবাড়িতে ভাংচুর, নারী পুরুষদের হেনস্তা, ফরহাদ (১৪) নামে এক যুবককে মারধর, স্হানীয় একটি দোকানের সিসি ক্যামেরা ভাংচুর, হামলার ভিডিও করার অভিযোগে কয়েকজনের মোবাইল ফোন হাতিয়ে নেন বলে স্হানীয়রা অভিযোগ করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, বন্ধুকে হত্যা করে পালিয়ে যাওয়া রাসেল এর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল নিয়ে নিহতদের প্রতিবেশীরা যান। ক্ষোভের বহিঃপ্রকাশে তারা রাসেল এর ঘরবাড়ি ভাংচুর করতে গিয়ে আশেপাশের প্রতিবেশীদের ঘরবাড়ি ভাংচুর করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বার সেনা সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাট

দেবিদ্বার সেনা সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাট

প্রকাশিত : ০৯:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপাড়ে সাইফুল ইসলাম নামে এক সেনা সদস্যের বাড়িতে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার (৯ মে) জুম্মা বাদ পাশ্ববর্তী ভানী গ্রামের শতাধিক দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার (৬মে) দেবিদ্বারের আলোচিত ঘটনা টাকা লেনদেনের জেরে বন্ধু হাতে বন্ধু খুন এর জের ধরে এ হামলা হয়েছে।

সেনা সদস্য সাইফুল ইসলাম বলেন, তার প্রতিবেশি চাচাতো ভাই রাসেল তার ঘনিষ্ঠ বন্ধু সফিউল্লাহকে টাকা লেনদেনের জেরে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমরাও ঘটনার তিব্র নিন্দা জানিয়ে রাসেলের ফাঁসির দাবী জানাই। কিন্তু গতকাল নিহত সফিউল্লাহ এর গ্রামের শতাধিক লোকজন বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে ভানী থেকে আন্দিরপাড়ের পলাতক রাসেল এর বাড়িতে হামলা ও ভাংচুর করতে আসে দেশীয় অস্ত্র নিয়ে। ক্ষোভের বহিঃপ্রকাশে তারা রাসেল এর ঘরবাড়িতে হামলা ও ভাংচুর, ও আগুন ধরিয়ে সবকিছু ধ্বংস করে দেয়। তাতে আমাদের কোন আপত্তি নেই ছিলও না। কিন্তু কিছু লোক উদ্দেশ্যপ্রাণিত ভাবে আমাদের ঘরবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ হামলায় আমাদের তিনটি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। এতে আমাদের ঘর, বেড়া, আসবাবপত্র, ফ্রিজ ভাংচুর ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষয়ক্ষতি এবং স্বর্ণ, নগদ টাকাসহ লুটপাট হয়েছে। ঘটনায় কমপক্ষে ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ সময় দুর্বৃত্তরা সেখানে আরো কিছু ঘরবাড়িতে ভাংচুর, নারী পুরুষদের হেনস্তা, ফরহাদ (১৪) নামে এক যুবককে মারধর, স্হানীয় একটি দোকানের সিসি ক্যামেরা ভাংচুর, হামলার ভিডিও করার অভিযোগে কয়েকজনের মোবাইল ফোন হাতিয়ে নেন বলে স্হানীয়রা অভিযোগ করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, বন্ধুকে হত্যা করে পালিয়ে যাওয়া রাসেল এর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল নিয়ে নিহতদের প্রতিবেশীরা যান। ক্ষোভের বহিঃপ্রকাশে তারা রাসেল এর ঘরবাড়ি ভাংচুর করতে গিয়ে আশেপাশের প্রতিবেশীদের ঘরবাড়ি ভাংচুর করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।