ঘটনার ১২ দিন পর চট্টগ্রামের সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি।উক্ত মামলায় সাংবাদিকসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জন আসামি দেখানো হয়েছে ওই মামলায়।
গত মঙ্গলবার (১৩ মে) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আবু বকর সিদ্দিকের আদালতে এই মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী এএসএম নূরে খোদা।এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা দেওয়ায় চট্টগ্রামের শীর্ষ আইনজীবীরা উষ্মা প্রকাশ করেছেন। এদিকে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদেরকে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ।এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ওই যুবক গত ৩০ এপ্রিল নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কর্মরত সাংবাদিকদের সম্মিলনী অনুষ্ঠান প্রতিহত করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন।
মে দিবস উপলক্ষে গত ১ মে আনোয়ারা পারকি সৈকতে ওই সম্মিলনী অনুষ্ঠিত হয়। ঘোষণার পরদিন (১ মে) সকালে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ গেটের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলায় তিন সাংবাদিক আহত হন। তারা হলেন— ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার শীল, যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ খোরশেদুল আলম শামীম ও দৈনিক পূর্বদেশের সাব-এডিটর শফিকুল ইসলাম খান।এ ঘটনায় ঘটনাস্থলে থাকা লোকজন উল্লিখিত রেজাউল ইসলামের সাথে শহীদ ওরফে কোরবান আলীকেও (২৬) খুলশী থানা পুলিশের হাতে তুলে দেন।
আদালতে রেজাউল ইসলাম নামের ওই যুবকের দায়ের করা মামলাকে বানোয়াট বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, প্রকৃত ঘটনাকে আড়াল করতে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি সালাহ উদ্দিন রেজা ও দেবদুলাল ভৌমিক, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সফিক আহমেদ সাজিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী মামুন, চট্টগ্রাম ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, টিভি জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, চট্টগ্রামে কর্মরত সাংবাদিক সম্মিলনী কমিটির সদস্য নওশের আলী খান, হোসাইন তৌফিক ইফতিখার, শিমুল নজরুল, রফিকুল ইসলাম সেলিম ও কামাল পারভেজ এবং চট্টগ্রামস্থ সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এসএম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।
ডিএস./