পল্লী বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি দূর করে বিদ্যুৎ বিল প্রদানের সুবিধার্থে জনতা ব্যাংক পিএলসি. শ্রীমঙ্গল শাখার উদ্যোগে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় শ্রীমঙ্গলে ১টি বিদ্যুৎ বিল কালেকশন বুথ স্থাপিত হয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এ. বি. এম মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলস্থ প্রধান কার্যালয়ের সম্মুখে জনতা ব্যাংক পিএলসি.র বিদ্যুৎ বিল কালেকশন বুথের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মৌলভীবাজার এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক তাহমিনা আক্তার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব শাখা) লতেশ চন্দ্র রায়, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম শেখ, জেরিন চা বাগানের উপমহা ব্যবস্থাপক সেলিম রেজা প্রমুখ।
এ সময় পল্লী বিদ্যুতের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত থেকে জনতা ব্যাংকের কার্যক্রমে ধন্যবাদ জ্ঞাপন করেন।