আমরা একমাত্রা সোসাইটি এবং লিডোর যৌথ উদ্যোগে পরিচালিত আমাদের গবেষণা “Understanding the Long-term Impact of Political Violence on the Mental and Physical Health of Underprivileged Children Living on the Streets of Dhaka” সম্পন্ন হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায় পথে বসবাসকারী ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর গভীর সাক্ষাৎকারের ভিত্তিতে। সূত্রঃ জাতিসংঘের প্রতিবেদন
সম্প্রতি কিছু গণমাধ্যমে আমাদের গবেষণার সূত্র ধরে প্রতিবেদন করা হয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের সহিংসতায় ১৬৮ জন পথশিশু নিহত হয়েছে। কিন্তু আমাদের গবেষণার লিটারেচার রিভিউতে জাতিসংঘের “OHCHR Fact-Finding Report: Human Rights Violations and Abuses related to the Protests of July and August 2024 in Bangladesh” অনুযায়ী বলা হয়েছে, উক্ত সংঘর্ষে মোট হতাহতের অন্তত ১২% শিশু; তবে এদের মধ্যে কতজন পথশিশু ছিল তা উল্লেখ ছিল না। জাতিসংঘের রিপোর্ট অনুসারে শিশু নিহত হয় ১৬৮ জন।।
আমরা আমাদের গবেষণা ফলাফল, প্রেস বিজ্ঞপ্তি ও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করিনি যে ১৬৮ জন পথশিশু নিহত হয়েছে। আমাদের গবেষণায় উঠে এসেছে শিশুরা কীভাবে সহিংসতার শিকার হয়েছে, তাদের মানসিক ও শারীরিক ক্ষতি, আর্থিক বিপর্যয় এবং সহিংসতার আগে-পরে তাদের জীবনে ঘটে যাওয়া পরিবর্তন।
ভুল তথ্য গণমাধ্যমে প্রকাশ করে জনমতকে বিভ্রান্ত করা পথশিশুদের প্রতি অন্যায় ও আমাদের গবেষণার তথ্য ভুল ভাবে উপস্থাপন। আমরা বিশ্বাস করি, সংখ্যার পেছনে লুকিয়ে থাকা প্রতিটি জীবনের গল্প গুরুত্ব পাওয়ার যোগ্য। আমরা ১৬৮ জন পথশিশুর নিহত হওয়ার ভুল খবরে জনগণকে বিভ্রান্ত বন্ধ করতে জরুরি ভিত্তিতে আপনার গণমাধ্যমে একটি সংশোধনী প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।
ডিএস./






















