ফ্রান্সের থেমস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মাণসূচক প্রফেশনাল ডক্টরেট সম্মাণে ভূষিত হলেন বায়োফার্মার সিইও ডা. লকিয়তউল্যা।
ইন্দ্রো গ্লোবাল এডুকেশন ও লিডারশিপ সামিট-২০২৫ ও হেমস বিশ্ববিদ্যালয় যৌথভাবে তাকে সম্মাণিত করে এমন উপাধী দেয়া হয়। গত ২২ জুন মালয়েশিয়ার কুয়ালামাপুরে অনুষ্ঠিত হয় এই সামিট।
সম্মানজনক স্বীকৃতির জন্য ডা. লকিয়তউল্যাকে অভিবাদন জানিয়েছেন বায়োফার্মা লিমিটেড ও বায়োগ্রপের কর্মকর্তা ও কর্মচারীরা।
তারা বলেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট, করপোরেট হেলথকেয়ার, এবং লিডারশিপ-এ অনবদ্য অবদান, নিষ্ঠা, এবং উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির উপযুক্ত প্রতিফলন ডা. লকিয়তউল্যার এ অর্জন।
এই অর্জন ভবিষ্যতের আরও মহান সাফল্যগাঁথার প্রেরণা, আপনার প্রতিভা ও নেতৃত্ব আরও অনেক উচ্চতায় পৌঁছে যাক এমন শুভকামনা জানায় বায়োফার্মা কর্তৃপক্ষ।
ডিএস./





















