তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।শনিবার (২আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ নতুন ভবনের সামনে কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম ও জুলাই আহতদের মা সহ আহতরা।এসময় উপজেলা পরিষদ নতুন ভবন চত্বরে বিভিন্ন প্রকার বনজ ও ফলজ গাছের চারা রোপন করা হয়।
এর আগে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই আহতদের মা সহ আহতরা উপস্থিত ছিলেন।
ডিএস./