ব্রাহ্মণবাড়িয়ায় মানব দেহের জন্য ক্ষতিকারক অনুমোদনহীন কেমিক্যাল, খাদ্যের অনুপযোগী রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করার অপরাধে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরি নামক এক আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার মজলিসপুর বাজারে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে পরিচালনা কালে আমরা ফ্যাক্টরিতে মানবদেহের জন্য ক্ষতিকারক কৃত্রিম রঙ যা তারা আইসক্রিমের তৈরিতে ব্যবহার করছিল, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কেমিক্যাল, খাদ্যের অনুপযোগী রঙ এবং স্যাকারিন দিয়ে আইসক্রিম প্রস্তুত করছিল। পাশাপাশি তারা অন্য নাম ঠিকানা ব্যবহার করেও তাদের আইসক্রিম বাজারজাত করছিল।
তাদের এই অপরাধের জন্য ভোক্তা অধিকার আইনে তাদের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য তাদের প্রতিষ্ঠানকে সাতদিনের সুযোগ করে দেওয়া হয়। তিনি আরও জানান,যদি তারা সাতদিনের মধ্যে তাদের অপরাধগুলো সংশোধন না করে তাহলে পরবর্তীতে তাদের ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডিএস./