জামালপুরে জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা প্রশংসিত হয়েছে।সোমবার (৪ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা জেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি আপামর জনসাধারণের অংশগ্রহণে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আগামী দিনে দেশকে বৈষম্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলার সকল সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা পালন করার জন্য ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, সাংবাদিক এম এ জলিলসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
ডিএস./