পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ তথা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চিকিৎসক ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডাক্তার নাজমুল হুদা বিপ্লব। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজের মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন ডাক্তার ফরিদুল হুদা তার পিতা। ডাক্তার ফরিদুল হুদা ভাসানী ন্যাপেরও অন্যতম নেতা ছিলেন।
মন্ত্রী হওয়ার পরেও সংসার চালানোর জন্য জমি বিক্রি করতে হয়েছিল তাকে। পিতার এই আদর্শকে ধারণ করেই তিনি নিজ এলাকার তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ স্বাস্থ্য চিকিৎসা, যোগাযোগ ও জ্বালানী খাতে বিভিন্ন ভাবে পিছিয়ে আছে। দলীয় মনোনয়ন পেলে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে পিতার ন্যায় তিনিও এ জেলার মানুষের কল্যানে নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিবেন। তিনি আরো বলেন, রাজনীতি আমার পেশা নয়, এটি আমার নেশা।
এলাকার লোকজনের দুঃখ-দুর্দশা লাঘব ও তাদের জীবন মান উন্নয়নের অভিপ্রায় নিয়েই নির্বাচনে অংশগ্রহনের ইচ্ছা করেছি। এলাকায় আইনের সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের নিরপেক্ষতা ও প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করে যাব। বিশেষ করে দুর্নীতি ও চঁাদাবাজরা যাতে এলাকায় প্রশ্রয় না পায় সেজন্য সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। পাশাপাশি আশুগঞ্জ নদীবন্দরসহ কৃষিজমি ও হাওর এলাকার অর্থনীতি ঠিক রাখতে যোগাযোগ ব্যবস্ার উন্নতি সাধনে কাজ করবেন বলে জানান। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া অংশে দুর্ঘটনা প্রবণ এলাকা। দুর্ঘটনায় আহতদের তাৎক্ষনিক চিকিৎসায় বিশ্বরোড মোড়ে একটি ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠার চেষ্টা করবেন তিনি।
এসময় জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ মাহিন, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, জেলা ড্যাব এর সহ সাধারণ সম্পাদক চিকিৎসক আকতার হোসেন, সরাইল বিএনপির সহসভাপতি আবুল কাসেম, শিক্ষা সম্পাদক জেলা যুবদল শেকুল ইসলাম, কবির শিকদার, আবুল কাসেম প্রমুখ উপস্হিত ছিলেন।
ডিএস./