০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

জামালপুরে বিএনপির বিজয় মিছিলে জনতার ঢল

জামালপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় সমাবেশ ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলার সাত উপজেলার নেতা কর্মীদের ঢল নেমেছিল সমাবেশে।

বুধবার (৬ আগষ্ট) বিকালে শহরের ফৌজদারি মোড়ে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালী পূর্ব সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপি’র জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে। এখন সাধারণ ভোটাররা ২০২৬ সালের ফেব্রুয়ারীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অধীর আগ্রহে বসে আছে। পরে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।‌

ডিএস./

ট্যাগ :

জামালপুরে বিএনপির বিজয় মিছিলে জনতার ঢল

প্রকাশিত : ০৫:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

জামালপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় সমাবেশ ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলার সাত উপজেলার নেতা কর্মীদের ঢল নেমেছিল সমাবেশে।

বুধবার (৬ আগষ্ট) বিকালে শহরের ফৌজদারি মোড়ে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালী পূর্ব সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপি’র জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে। এখন সাধারণ ভোটাররা ২০২৬ সালের ফেব্রুয়ারীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অধীর আগ্রহে বসে আছে। পরে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।‌

ডিএস./