০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- কমলেশ মণ্ডল ও আহসানুল কবির পলাশ। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা আদেশে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে আহসানুল কবির পলাশকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড-সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে নির্ধারিত সময়ে কোনো প্রতিবেদন দাখিল না করা এবং সময় বৃদ্ধির আবেদন না করায় গত ১৬ জুলাই দুর্নীতি দমন কমিশনের সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। গত ৬ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

অন্যদিকে দুদক চেয়ারম্যানের সই করা পৃথক একটি আদেশে বলা হয়, ওয়াসার ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পিডি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামান এবং ও অন্যদের বিরুদ্ধে মাঠপর্যায়ে লোকবল নিয়োগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে দুর্নীতি সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানে উপপরিচালক কমলেশ মণ্ডলকে নিয়োগ করা হয়।

তিনিও নির্ধারিত সময়ে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করার পাশাপাশি সময় বৃদ্ধির আবেদন না করায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুযায়ী অদক্ষতা, দায়িত্ব পালনে অবহেলা এবং অসদাচরণের দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

প্রকাশিত : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- কমলেশ মণ্ডল ও আহসানুল কবির পলাশ। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা আদেশে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে আহসানুল কবির পলাশকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড-সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে নির্ধারিত সময়ে কোনো প্রতিবেদন দাখিল না করা এবং সময় বৃদ্ধির আবেদন না করায় গত ১৬ জুলাই দুর্নীতি দমন কমিশনের সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। গত ৬ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

অন্যদিকে দুদক চেয়ারম্যানের সই করা পৃথক একটি আদেশে বলা হয়, ওয়াসার ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পিডি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামান এবং ও অন্যদের বিরুদ্ধে মাঠপর্যায়ে লোকবল নিয়োগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে দুর্নীতি সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানে উপপরিচালক কমলেশ মণ্ডলকে নিয়োগ করা হয়।

তিনিও নির্ধারিত সময়ে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করার পাশাপাশি সময় বৃদ্ধির আবেদন না করায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুযায়ী অদক্ষতা, দায়িত্ব পালনে অবহেলা এবং অসদাচরণের দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএস./