০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ভেনিসে ‘গোল্ডেন লায়ন’ জিতলেন জিম জারমুশ

এবারের আসরের সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ অর্জন করেছেন মার্কিন খ্যাতিমান চলচ্চিত্রকার জিম জারমুশ।ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের পর্দা নামলো শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে। টানা ১১ দিনের এ আয়োজনে বিশ্বের নানা প্রান্তের আলোচিত সিনেমাগুলো প্রদর্শিত হয়। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ভ্যারািটি থেকে জানা যায়, এবারের আসরের সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ অর্জন করেছেন মার্কিন খ্যাতিমান চলচ্চিত্রকার জিম জারমুশ। তার নির্মিত পারিবারিক কাহিনিনির্ভর চলচ্চিত্র ফাদার মাদার সিস্টার ব্রাদার এই সম্মাননা লাভ করে।

প্রধান প্রতিযোগিতা বিভাগে এ বছর অংশ নেয় ২১টি সিনেমা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পর্বে বিভিন্ন ঘরানার ব্যতিক্রমী চলচ্চিত্র স্থান পায়—সাই-ফাই, গথিক মহাকাব্য, ব্ল্যাক কমেডি, ঐতিহাসিক সংগীতনাট্য থেকে শুরু করে গাজা-ভিত্তিক মানবিক ড্রামা। এবারের জুরি বোর্ডের সভাপতি ছিলেন পরিচালক আলেকজান্ডার পেইন। তার সঙ্গে বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী ফেরনান্দা তোরেস, ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ এবং আর্জেন্টাইন চলচ্চিত্রকার মৌরা ডেলপেরো।

এবারের বিজয়ীরা

গোল্ডেন লায়ন (সেরা চলচ্চিত্র): ফাদার মাদার সিস্টার ব্রাদার – জিম জারমুশগ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ভয়েস অব হিন্দ রজব – কাওথের বেন হানিয়া।স্পেশাল জুরি প্রাইজ: সোত্তো লে নুভোলে – জিয়ানফ্রাঙ্কো রসি।সিলভার লায়ন (সেরা পরিচালক): বেনি সাফদি -দ্য স্ম্যাশিং মেশিন।ভোলপি কাপ (সেরা অভিনেত্রী): শিন ঝিলেই -দ্য সান রাইজেস অন আস অল।ভোলপি কাপ (সেরা অভিনেতা): টোনি সারভিলো – লা গ্রাজিয়া।সেরা চিত্রনাট্য: আ পিয়ে দ’উভ্রে – ভ্যালেরি ডনজেলি ও জিল মার্চান্দ।মারচেলো মাস্ত্রোয়ানি অ্যাওয়ার্ড (উদীয়মান অভিনয়শিল্পী): লুনা ভেডলার – সাইলেন্ট ফ্রেন্ড।গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট: ভার্নার হারজগ ও কিম নোভাক।সমাপনী রাতে সদ্য প্রয়াত ইতালিয়ান ফ্যাশন কিংবদন্তী জর্জিও আরমানিকে স্মরণ করে আয়োজনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তবে পুরস্কার ঘোষণায় ছিল উচ্ছ্বাস ও উৎসবের রঙিন আবহ।

ডিএস../

 

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

ভেনিসে ‘গোল্ডেন লায়ন’ জিতলেন জিম জারমুশ

প্রকাশিত : ০১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

এবারের আসরের সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ অর্জন করেছেন মার্কিন খ্যাতিমান চলচ্চিত্রকার জিম জারমুশ।ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের পর্দা নামলো শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে। টানা ১১ দিনের এ আয়োজনে বিশ্বের নানা প্রান্তের আলোচিত সিনেমাগুলো প্রদর্শিত হয়। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ভ্যারািটি থেকে জানা যায়, এবারের আসরের সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ অর্জন করেছেন মার্কিন খ্যাতিমান চলচ্চিত্রকার জিম জারমুশ। তার নির্মিত পারিবারিক কাহিনিনির্ভর চলচ্চিত্র ফাদার মাদার সিস্টার ব্রাদার এই সম্মাননা লাভ করে।

প্রধান প্রতিযোগিতা বিভাগে এ বছর অংশ নেয় ২১টি সিনেমা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পর্বে বিভিন্ন ঘরানার ব্যতিক্রমী চলচ্চিত্র স্থান পায়—সাই-ফাই, গথিক মহাকাব্য, ব্ল্যাক কমেডি, ঐতিহাসিক সংগীতনাট্য থেকে শুরু করে গাজা-ভিত্তিক মানবিক ড্রামা। এবারের জুরি বোর্ডের সভাপতি ছিলেন পরিচালক আলেকজান্ডার পেইন। তার সঙ্গে বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী ফেরনান্দা তোরেস, ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ এবং আর্জেন্টাইন চলচ্চিত্রকার মৌরা ডেলপেরো।

এবারের বিজয়ীরা

গোল্ডেন লায়ন (সেরা চলচ্চিত্র): ফাদার মাদার সিস্টার ব্রাদার – জিম জারমুশগ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ভয়েস অব হিন্দ রজব – কাওথের বেন হানিয়া।স্পেশাল জুরি প্রাইজ: সোত্তো লে নুভোলে – জিয়ানফ্রাঙ্কো রসি।সিলভার লায়ন (সেরা পরিচালক): বেনি সাফদি -দ্য স্ম্যাশিং মেশিন।ভোলপি কাপ (সেরা অভিনেত্রী): শিন ঝিলেই -দ্য সান রাইজেস অন আস অল।ভোলপি কাপ (সেরা অভিনেতা): টোনি সারভিলো – লা গ্রাজিয়া।সেরা চিত্রনাট্য: আ পিয়ে দ’উভ্রে – ভ্যালেরি ডনজেলি ও জিল মার্চান্দ।মারচেলো মাস্ত্রোয়ানি অ্যাওয়ার্ড (উদীয়মান অভিনয়শিল্পী): লুনা ভেডলার – সাইলেন্ট ফ্রেন্ড।গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট: ভার্নার হারজগ ও কিম নোভাক।সমাপনী রাতে সদ্য প্রয়াত ইতালিয়ান ফ্যাশন কিংবদন্তী জর্জিও আরমানিকে স্মরণ করে আয়োজনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তবে পুরস্কার ঘোষণায় ছিল উচ্ছ্বাস ও উৎসবের রঙিন আবহ।

ডিএস../