সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী কু-চক্রী মহলের অপপ্রচার শিকার হচ্ছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।এমন মন্তব্য করেছেন বারবার কারা নির্যাতিত নেতা ফেনী জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি সালাউদ্দিন মামুন।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন,ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সামসুজ্জামান একজন দক্ষ ও সৎ পুলিশ অফিসার। ৫ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী যতটুকু দেখেছি চিনেছি উনি মনে প্রাণে একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার ও ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করার লোক।

ওসি সামসুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তকমা লাগিয়ে যারা সংবাদ পরিবেশন করেছেন তাদের ব্যপারে তদন্ত করলে হয়ত পাওয়া যাবে তাদের ব্যক্তিগত কোন উদ্দেশ্য হাসিল করতে পারেন নাই তাই ওনার বিরুদ্ধে এই সব মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।১৩ ফেব্রুয়ারি-২৫)ইং ওসি মোঃ সামসুজ্জামান ফেনী মডেল থানায় দায়িত্ব নেয়ার পর অনেকের অবৈধ কর্মকান্ড ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা বন্ধ হয়ে গেছে। ফেনীর জেলার চৌকস পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও উজ্জ্বল করেছেন।ফ্যাসিস্টদের সকল অপকর্ম তিনি রুখে দিয়েছেন ।
একজন নির্ভিক সাহসি পুলিশ অফিসার হওয়ার সুবাদে মোহাম্মদ সামসুজ্জামানকে ফেনী মডেল থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।ওসি মোহাম্মদ সামসুজ্জামান এর আগে সুনামের সহিত ফেনী জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ ইউনিটের দায়িত্ব পালন করছিলেন ।
এই বিষয়ে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী আমার দায়িত্ব জনগন’কে সেবা করা কারো অন্যায় আবদার রাখতে না পারলে সে যদি আমার বিরুদ্ধে অপপ্রচার করে তাহলে আমার কি বলার আছে।আমার কর্তৃপক্ষ আমাকে যতদিন এই জায়গায় দায়িত্ব পালন করতে বলাবেন আমি ততোদিন আমার দায়িত্বটুকু পালন করবো ।আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই আমি।
ডিএস./





















