কাজাখস্তানে আফরান নিশোর ‘দম’ সিনেমার শুটিং হবে বলে জানা গেছে। দেশটিতে সিনেমার লোকেশন দেখতে গেছেন প্রযোজক, নির্মাতা, শিল্পী।
বর্তমানে আফরান নিশো, রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম কাজাখস্তানে আছেন।
এর আগে, ‘দম’ সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তান বেছে নেওয়ার পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা।
ছবিটিতে আফরান নিশোর সঙ্গে এই সিনেমায় চঞ্চল চৌধুরীকে দেখা যাবে।
নির্মাতা রেদওয়ান রনি বলেন, দম নিয়ে দম বানাতে আসছি। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয় গড়ে উঠেছে সিনেমার কাহিনি।
এই সিনেমায় যুক্ত হয়ে আফরান নিশো বলেছিলেন, সিনেমার পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দেশে এ ধরনের সিনেমা দেখিনি।
এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ আগামী বছর রোজার ঈদে।
ডিএস,.