আজ শনিবার সকাল থেকে সোনাগাজী উপজেলে মতিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ,বাজারে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গ্রাম বৈঠক, উঠান বৈঠক ,পথসভার মাধ্যমে গণসংযোগ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক।
ডা: মানিক বলেন,দ্বীর্ঘ সময় পর্যন্ত এদেশের জনগন সু শাসন,ভোটাধিকার এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত।অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছিলেন তারা তাদের প্রদত্ত প্রতিশ্রুতি ভংগ করেছে। জুলাই অভ্যুত্থান এর মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্কার এবং গণ হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
যেন তেন নির্বাচন বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলে নিপতিত করবে।
তিনি আরো বলেন,জামায়াতে ইসলামী সর্বপর্যায়ে সৎ ,দক্ষ এবং দূর্নীতি মুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়। আমরা আপনাদের সমর্থন পেলে জনগণের সেবক হিসেবে কাজ করবো। জনগনের যে কোন আমানত এবং দায়ীত্ব শতভাগ জবাবদিহিতার সাথে পালন করবো।
আমরা নারীদের নিরাপত্তা এবং মর্যাদার সাথে উপযুক্ত যায়গায় ভুমিকা পালনের সুযোগ তৈরী করে দিব,ইনশাআল্লাহ।সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মানের ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানান।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাও মো: মোস্তফা ,উপজেলা সেক্রেটারী এ এস এম বদরুদ্দোজা , প্রবাসী দায়ীত্বশীল এবং প্রদেশ সেক্রেটারী আবু ইউসুফ, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আইনজীবী বিভাগের সদস্য এডভোকেট কামাল উদ্দিন, ইউনিয়ন আমীর মাও ওমর ফারুক,জামায়াত নেতা এড মাও ফখরুদ্দিন হেলালী ,শিবির সভাপতি রফিক উদ্দিন নোভেল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডিএস./
























