০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

আব্দুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে মামলা করেছে দুদক

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংস্থাটির কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আব্দুস সোবহান মিয়া গোলাপের স্ত্রী গুলশান আরা মিয়ার আয়ের হিসেব জমা দেয়ার আদেশ দেয়া হয়। কিন্তু সময় বাড়ালেও সম্পদের হিসাব জমা না দেয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৯ মার্চ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করে দুদক।

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। বাংলাদেশি টাকায় তার দাম ৩২ কোটি টাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দখলে রেখেছেন। এছাড়া তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে।

এর আগে, গত ১৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এছাড়াও তাদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০১৮ সালের ডিসেম্বরে আব্দুস সোবহান আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান তিনি। এর আগে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদকের দায়িত্বও পালন করেন।

ডিএস./

 

ট্যাগ :

আব্দুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে মামলা করেছে দুদক

প্রকাশিত : ০৪:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংস্থাটির কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আব্দুস সোবহান মিয়া গোলাপের স্ত্রী গুলশান আরা মিয়ার আয়ের হিসেব জমা দেয়ার আদেশ দেয়া হয়। কিন্তু সময় বাড়ালেও সম্পদের হিসাব জমা না দেয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৯ মার্চ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করে দুদক।

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। বাংলাদেশি টাকায় তার দাম ৩২ কোটি টাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দখলে রেখেছেন। এছাড়া তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে।

এর আগে, গত ১৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এছাড়াও তাদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০১৮ সালের ডিসেম্বরে আব্দুস সোবহান আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান তিনি। এর আগে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদকের দায়িত্বও পালন করেন।

ডিএস./