ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানুষই মানুষের বন্ধু, এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে বছরের পর বছর ধরে কাজ করছে “মানুষ”। মানবতার এই দীর্ঘ যাত্রায় তারা ছুঁয়েছে অসংখ্য কষ্টে থাকা মানুষের জীবন। সেই ধারাবাহিকতায় এবারও তারা সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রতি “মানুষ”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় নগদ অর্থ ও খাবার বিতরণ কার্যক্রম। মানুষের সম্মানিত সদস্য, চলচ্চিত্র নির্মাতা অসুস্থ এফ.আই. মানিক ও অসুস্থ ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা ফকিরা সহ সুবিধাবঞ্চিতদের হাতে নগদ অর্থ উপহার ও খাবার বিতরণ করা হয়। প্রতিটি সহায়তার বাক্সে ছিল ২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ টাকা। টাকার বাক্স মোট ২৫ জনকে প্রদান করা সহ ২০০ শ উন্নত মানের খাবারও বিতরণ করা হয়।
“মানুষ”-এর উদ্যোক্তা রানা বর্তমান বলেন, শুরু থেকেই মানুষের পাশে থেকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন “মানুষ ফাউন্ডেশন”-এর সভাপতি সম্মানিত জনাব নাসির কাশেম। নাসির কাসেম ভাইয়ের গরীবের প্রতি অগাধ টান ও ভালোবাসার কারনেই ” মানুষ ” বছরের পর বছর অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে সম্মানের সহিত সেবা করে যাচ্ছেন।
নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, দাপুটে অভিনেতা, নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহিদুজ্জামান সেলিম, এক্টরস ইকুইটির কার্যনির্বাহী সদস্য সোহেলী শিলা, অভিনেতা নেয়ামত উল্লাহ রিয়াজ, তাসনিম, তাজিন, মাহেলা শখ, জেবা আকন্দ, মো. রবিউল, সুজন সাহা, তুষারসহ অসংখ্য তারকা শিল্পী ও শিশু অভিনেতারা।
অনুষ্ঠানটি সম্পন্ন হয় তিন ধাপে। প্রথম ধাপে, সকালে পল্টন, কাকরাইল, শাহবাগ ও মগবাজারে শুরু হয়ে দুপুরে বিএফডিসিতে দ্বিতীয় ধাপের কার্যক্রম চলে। এরপর বিকেলে সাতরাস্তা, তেজগাঁও, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ রেলগেট ও মৌচাক অতিক্রম করে মগবাজারে ৩য় ধাপের সমাপ্তি ঘটে এই মানবতার যাত্রার।
মানুষ ফাউন্ডেশনের সভাপতি নাসির কাশেম বলেন, “মানবতার কাজ আসলে কোনো প্রচার নয়, এটি একপ্রকার দায়বদ্ধতা। আমরা চাই, কেউ যেন কষ্টে একা না থাকে। মানুষ মানুষের জন্য, এই বাক্যটি যেন আমাদের প্রতিদিনের চর্চা হয়ে ওঠে।”
তারকাদের উপস্থিতি, অসহায়দের চোখে কৃতজ্ঞতার অশ্রু, আর রাস্তাজুড়ে মানুষের উষ্ণতা, সব মিলিয়ে দিনটি পরিণত হয়েছিল এক নিঃস্বার্থ মানবিক উৎসবে।এই আয়োজনে যেন প্রমাণিত হলো, যতদিন “মানুষ” আছে, মানবতার আলো ততদিন ই জ্বলবে কখনোই।
ডিএস./




















