ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদককে না বলি ফুটবল খেলাকে আকড়ে ধরি “এই স্লোগানকে সামনে রেখে শাহজাদপুর উপজেলার মশিপুর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টার সময় মশিপুর মিতালী সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত মশিপুর ফুটবল খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলাটি উদ্বোধন করেন মশিপুর ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও মশিপুর গ্রাম্য প্রধান আলহাজ্ব আব্দুল কুদ্দুস।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মিতালী সংঘ ক্লাবের সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন,মশিপুর ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আব্দুল জলিল,কবি ও সাহিত্যিক হোসেন শহিদ সরোয়ারদী,গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ,বাচ্ছু,
আলাউদ্দিন,বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শকেরা মাঠের চারপাশে ভীড় জমায়।খেলায় উভয় দলই চমৎকার খেলা প্রদর্শন করেন।
গাজীপুর বনাম গোপালপুর দলের খেলায় প্রথম ও দ্বিতীয়ার্ধে ১-৪ গোলে গাজীপুরকে পরাজিত করে গোপালপুর দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন রেফারি রফিকুল ইসলাম বিএ।খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
ডিএস,/.




















