০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

দ্বিতীয় ম্যাচের আগে নাসুমকে দলে নিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের ভালো শুরু পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৭৪ রানের জয় পেয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে স্পিনার নাসুমকে দলে ফিরিয়েছে টাইগার ম্যানেজমেন্ট।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ওয়ানডেসে সফরকারীদের মাত্র ২০৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তারপরও মিরপুরের উইকেটে স্পিনারদের দাপটে ৭৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। তাই মিরপুরের উইকেট নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এর মাঝেই দ্বিতীয় ওয়ানডের আগে নাসুমকে দলে ফিরিয়েছে বাংলাদেশ। ফলে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচেও মিরপুরে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। আগামী ২১ অক্টোবর দ্বিতীয় ও ২৩ অক্টোবর সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

ডিএস./

জনপ্রিয়

রাজধানীর মগবাজারে হচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’

দ্বিতীয় ম্যাচের আগে নাসুমকে দলে নিলো বাংলাদেশ

প্রকাশিত : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের ভালো শুরু পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৭৪ রানের জয় পেয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে স্পিনার নাসুমকে দলে ফিরিয়েছে টাইগার ম্যানেজমেন্ট।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ওয়ানডেসে সফরকারীদের মাত্র ২০৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তারপরও মিরপুরের উইকেটে স্পিনারদের দাপটে ৭৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। তাই মিরপুরের উইকেট নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এর মাঝেই দ্বিতীয় ওয়ানডের আগে নাসুমকে দলে ফিরিয়েছে বাংলাদেশ। ফলে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচেও মিরপুরে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। আগামী ২১ অক্টোবর দ্বিতীয় ও ২৩ অক্টোবর সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

ডিএস./