অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার প্রধান কার্যালয়ের উপপরিচালক এস এম রাশেদুর রেজা রোববার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এজাহারে বলা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১৯ কোটি ৭১ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগ-দখলে রেখেছেন। তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক মোট ৮০ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন করেছেন, যা অর্থ পাচার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট।
এজাহারে বলা হয়, অর্থ-সম্পত্তির অবৈধ উৎস অসৎ উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে আবুল হাসানাত দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, আবুল হাসানাত তাঁর নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে সর্বমোট ৮০ কোটি ৪৯ লাখ জমা এবং ৪২ কোটি ১২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে জানা যায়, দুদকে তাঁর যে পরিমাণ আয় মূলধন দেখানো হয়েছে, তা তাঁর ব্যাংকের লেনদেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই টাকা বৈধ করতে বা উৎস আড়াল করার জন্য তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে লেনদেন করেছেন। আসামির নামে আরও সম্পদ থাকলে কিংবা অপরাধের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা থাকলে তা মামলা তদন্তকালে খতিয়ে দেখা হবে।
ডিএস./