০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সিজেসিসি’র চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। শনিবার (২৬ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়।

জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তি তুলে ধরে বলেন, পাকিস্তান বহুমাত্রিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।

দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে বলে জানান জেনারেল মির্জা। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং ঢাকা–করাচি বিমানপথ আগামী কয়েক মাসের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা ভ্রান্ত তথ্য (মিসইনফরমেশন) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে মতবিনিময় করেন, যা অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্লাবিত হচ্ছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

ডিএস..

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সিজেসিসি’র চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশিত : ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। শনিবার (২৬ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়।

জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তি তুলে ধরে বলেন, পাকিস্তান বহুমাত্রিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।

দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে বলে জানান জেনারেল মির্জা। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং ঢাকা–করাচি বিমানপথ আগামী কয়েক মাসের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা ভ্রান্ত তথ্য (মিসইনফরমেশন) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে মতবিনিময় করেন, যা অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্লাবিত হচ্ছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

ডিএস..