পল্লবী থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের সূত্র মিলেছে মাত্র সাত থেকে আট বছর বয়সী এক শিশুর কাছ থেকে।
আজ বরিবার (২ নভেম্বর) পূর্বকুর্মীটোলা ক্যাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল কাইয়ুম জানান, “ রবিবার সকাল বেলা ১টার দিকে এক শিশু থানার সামনে ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পর সে সরাসরি আমার কক্ষে এসে একটি গাঁজার ব্যবসার তথ্য বিস্তারিতভাবে জানায়।”
তিনি আরও বলেন, “শিশুটির দেওয়া তথ্য যাচাই করতে আমি পেট্রোল টিম পাঠাই। পরে শিশুটি নিজেই আমাদের সদস্যদের নিয়ে ঘটনাস্থল দেখিয়ে দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে আমরা ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হই।”
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিএস.
																			
																		



















