ফেনীতে যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল হত্যাচেষ্টা মামলায় বিএনপি-ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।এর হলেন-জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর ও জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলা কুতুবী তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দলীয় সূত্রে জানা যায়,গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে দাগনভূঞায় বিএনপির বিজয় র্যালীতে বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিকের নেতৃত্বে স্বদলীয় প্রতিপক্ষরা অতর্কিত হামলা করে নেতাকর্মীদের মোবাইল ছিনিয়ে নেয় ও মারধর করে। এসময় ইট পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলায় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহবায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন।
এর মধ্যে মারাত্মক আহত হয় যুবদল নেতা এনায়েত উল্লাহ সোহেল। তার মুখমণ্ডলের চোয়ালের হাড় ভেঙ্গে যায়, আংশিক নষ্ট হয়ে যায় ডান-চোখ। এখনও তিনি চিকিৎসা নিচ্ছেন। মারাত্মক আহত যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল বাদি হয়ে আদালতে চারজনকে আসাসী করে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।
ওই মামলায় ফটিকসহ ৪ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে হাইকোর্ট থেকে তারা ৬ সপ্তাহের জামিন নেন।এদিন তাদের মধ্যে দাগনভূঞা উপজেলা যুবদলের আহবায়ক কবির আহমেদ ডিপলুর জামিন মঞ্জুর করে বাকী ৩ জনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।ফেনী কোট পুলিশের ইনস্পেক্টর সাইফুল ইসলাম-হত্যাচেষ্টা মামলায় ৩ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএস./



















