বর্ণিল আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটি আয়োজিত ‘তারুণ্যের উৎসব’।
বুধবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররে পরিকল্পনা কমিশন পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উদযাপন কমিটির আহ্বায়ক এ.টি.এম. কামরুল ইসলাম। এরা আগে ইউএনও তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন।
আয়োজনে বইমেলা, কারুশিল্প ও উদ্যোক্তা মেলা, পিঠা উৎসব, চিত্র প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদানসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
তরুণ প্রজন্মকে সৃজনশীল, উদ্ভাবনী ও সমাজসচেতন হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. ইসমাই ভূঁইয়ার তত্ত্বাবধানে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে এবং উপজেলা পরিষদ চত্বরে চুকবল, ম্যারাথন দৌড়, ফুটবল, ক্রিকেট, সাইক্লিং, ব্যাডমিন্টন ও যুব সমাবেশ ছিল বিশেষ আকর্ষণ।
অন্যদিকে, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় “বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড”-যেখানে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব ও সচেতন সমাজ গঠনে নানা ধারণা উপস্থাপন করে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সার্বিক আয়োজনজুড়ে তরুণদের অংশগ্রহণ এবং মানুষের বিপুল উপস্থিতিতে কালীগঞ্জে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান—এ উৎসব শুধু বিনোদন নয়, বরং তরুণদের স্বপ্ন, উদ্যোগ ও সম্ভাবনা প্রকাশের এক উদযাপন।
ডিএস./



















