০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ভালুকায় কলা বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় কলা বাগানের পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় শাওন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাড়াগাঁও গতিয়ার বাজারের পূর্ব পাশে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাটাজোর–সখীপুর সড়কের পাশের কলা বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। বিষয়টি এলাকায় দ্রুতই ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খরব দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

নিহত শাওন কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বালাকাবাড়ি গ্রামের সুলতান মিস্ত্রীর ছেলে। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকায় সামাদ বেপারির বাড়িতে তার খালার বাসায় ভাড়া থেকে কাজ করতেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় কলা বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ময়মনসিংহের ভালুকায় কলা বাগানের পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় শাওন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাড়াগাঁও গতিয়ার বাজারের পূর্ব পাশে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাটাজোর–সখীপুর সড়কের পাশের কলা বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। বিষয়টি এলাকায় দ্রুতই ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খরব দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

নিহত শাওন কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বালাকাবাড়ি গ্রামের সুলতান মিস্ত্রীর ছেলে। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকায় সামাদ বেপারির বাড়িতে তার খালার বাসায় ভাড়া থেকে কাজ করতেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ডিএস./