বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার পেশাদার ক্রিকেট কোচ তৈরির উদ্যোগ তৃণমূল পর্যায়ে বিস্তৃত করেছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে লেভেল-এ ক্রিকেট কোচিং কোর্স শুরু হলো চট্টগ্রামে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রাম সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ভবনে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তিন দিনব্যাপী এই কোচিং কোর্সে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে বাছাই করা ৩০ জন সম্ভাবনাময় ও নিবেদিতপ্রাণ ক্রিকেট কোচ অংশ নিয়েছেন। তাদের আধুনিক কোচিং পদ্ধতি, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং টেকনিক, খেলার মনস্তত্ত্ব এবং খেলোয়াড়দের ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সটি পরিচালনা করছেন বিসিবির অভিজ্ঞ লেভেল-৩ কোচ – গোলাম ফারুক চৌধুরী সুরু, ওয়াহিদুল গনি, নাছির উদ্দিন ফারুক, ইমদাদুল হক এবং প্রশিক্ষক মোরশেদ হাসান সিজার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিসিবির গেইম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন্স ও সাবেক জাতীয় ক্রিকেটার কাজি হাবিবুল বাশার, চট্টগ্রাম ভেন্যুর ম্যানেজার ও সাবেক ক্রিকেটার ফজলে বারী খান রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরী বলেন, “তৃণমূল থেকে ক্রিকেট উন্নয়নে কোচিং ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ অত্যন্ত জরুরি। এই কোর্সের মাধ্যমে শুধু দক্ষ কোচ তৈরি হবে না, বরং স্থানীয় পর্যায়ে ক্রিকেটারদের উন্নয়নের পথও প্রশস্ত হবে। কোচদের উপযুক্ত প্রশিক্ষণই ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট ভিত্তিকে আরো শক্তিশালী করবে।”
কাজি হাবিবুল বাশার বলেন, “সংগঠিত ও পেশাদার কোচিং কাঠামো ছাড়া আন্তর্জাতিক মঞ্চে সাফল্য ধরে রাখা সম্ভব না। এই উদ্যোগ কোচদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্রিকেট সংস্কৃতিকে সমগ্র দেশে সমানভাবে ছড়িয়ে দিতে সহায়তা করবে।”
বিসিবি আশা করছে, বিভাগীয় পর্যায়ে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও তৃণমূল ক্রিকেটারদের মাঝে কোচিংয়ের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের সামগ্রিক ক্রিকেট ব্যবস্থাকে সুগঠিত ও পেশাদার পথে নিয়ে আসবে।
কোর্স চলাকালীন অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবহারিক ক্লাস, সেশন ও অনুশীলনের মাধ্যমে কার্যকরী প্রশিক্ষণ গ্রহণ করবেন যা পরবর্তী ধাপে লেভেল-বি কিংবা লেভেল-সি কোচিং কোর্সের জন্য তাদের যোগ্য করে তুলবে।
ডিএস/




















