বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁয় ডাঃ এসাহাক আলী আকন্দ ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সকাল ৯টায় সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হয়ে পুনরায় সেন্টার চত্বরে এসে শেষ হয়।
এতে দুই শতাধিক ডায়াবেটিস রোগীসহ স্বাস্থ্যসেবার সাথে জড়িত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে ডায়াবেটিস রোগীদের সুস্থ জীবন, সচেতনতা বৃদ্ধি ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাঃ এসাহাক আলী আকন্দ, আইনজীবী ও সমাজসেবক, নওগাঁর স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে। বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তন অত্যন্ত জরুরি।
ডাঃ এসাহাক আলী আকন্দ বলেন, “ডায়াবেটিস বর্তমানে নীরব ঘাতক হিসেবে পরিচিত। প্রতিটি মানুষের উচিত নিজের জীবনধারায় পরিবর্তন আনা এবং নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করা।”
অনুষ্ঠানে শেষ পর্যন্ত সকলের মাঝে স্বাস্থ্যবিষয়ক পরামর্শপত্র বিতরণ করা হয়। বিশ্ব ডায়াবেটিস দিবসে এমন আয়োজনকে অংশগ্রহণকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করেছেন।
ডিএস./




















