১৭ নভেম্বর সোমবার সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা’র অর্থায়নে এবং সাধনা মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ১০ জন উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা।
সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মোছাঃ সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা উপকারভোগী নারীদের মাঝে সেলাই মিশন বিতরণ করতে গিয়ে বলেন, নারীরা অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বি হলে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তাদের সহযোগিতা করছে। এবং তারা স্বনির্ভর হচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন সাধনা মহিলা উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম.এ সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্দান ডেভলপমেন্ট অরগানাইজেশন এর নির্বাহী পরিচালক মোঃ সামিউল আলম সরকার ও রোশনি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন নাহার। সভাপতির বক্তব্যে সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মোছাঃ সাবিনা ইয়াসমিন বলেন, অস্বচ্ছল-অসহায় নারীদের স্বাবলম্বি করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নারীদের সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ১০ জন উপকারভোগী নারীদের মাঝে সেলাই মিশন বিতরণ করা হচ্ছে। তারা এই মেশিনের দ্বারা কর্মসংস্থান করে স্বাবলম্বি হবেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শারমিন আক্তার সাথী টি ফুটবল দল।
ডিএস./




















