০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

গজারিয়ায় মৃত্তিকা নমুনা সংগ্রহ ও সুষম মাত্রার সার ব্যবহারে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রার সার ব্যবহারের ওপর একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন ও বাস্তবায়ন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। কৃষকদের জমির মাটির উপযোগিতা অনুযায়ী সঠিক সার ব্যবহারের কৌশল, মৃত্তিকা নমুনা সংগ্রহের সঠিক নিয়ম, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফলন বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেনফারজানা শাহরিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ। অন্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা তাসনিম মৌটুসী, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ। উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার, গজারিয়া, মুন্সীগঞ্জ।

প্রশিক্ষকরা জানান, জমির প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম সার প্রয়োগে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং মাটির উর্বরতা দীর্ঘস্থায়ীভাবে বজায় রাখা সম্ভব। কৃষকরা এই প্রশিক্ষণ তাদের মাঠ পর্যায়ে অত্যন্ত উপকারী হবে বলে মত প্রকাশ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের হাতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক উপকরণ তুলে দেওয়া হয়।

ডিএস./

 

ট্যাগ :
জনপ্রিয়

গজারিয়ায় মৃত্তিকা নমুনা সংগ্রহ ও সুষম মাত্রার সার ব্যবহারে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রার সার ব্যবহারের ওপর একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন ও বাস্তবায়ন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। কৃষকদের জমির মাটির উপযোগিতা অনুযায়ী সঠিক সার ব্যবহারের কৌশল, মৃত্তিকা নমুনা সংগ্রহের সঠিক নিয়ম, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফলন বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেনফারজানা শাহরিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ। অন্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা তাসনিম মৌটুসী, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ। উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার, গজারিয়া, মুন্সীগঞ্জ।

প্রশিক্ষকরা জানান, জমির প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম সার প্রয়োগে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং মাটির উর্বরতা দীর্ঘস্থায়ীভাবে বজায় রাখা সম্ভব। কৃষকরা এই প্রশিক্ষণ তাদের মাঠ পর্যায়ে অত্যন্ত উপকারী হবে বলে মত প্রকাশ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের হাতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক উপকরণ তুলে দেওয়া হয়।

ডিএস./