০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১৮ নভেম্বর) পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্তের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ইতোপূর্বে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাদারিত্ব দেশের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনে প্রশংসিত হয়েছে।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে তিনি জানান, “একজন সরকারি প্রশাসক হিসেবে জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার। চট্টগ্রামের উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা অর্জন ও সুশাসন নিশ্চিত করতে আমি সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা আশা করি।”

তিনি আরো বলেন, “চট্টগ্রাম জেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে জেলার উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, ও সেবা প্রাপ্তির স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানান। নতুন জেলা প্রশাসক সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি আদর্শ প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ এবং সংশ্লিষ্টদের মাঝে তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে ইতিমধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। নাগরিক সমাজও তাঁর নেতৃত্বে আধুনিক ও মানবিক প্রশাসনের প্রত্যাশা করছে।

জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে চট্টগ্রাম জেলার প্রশাসনিক কর্মকাণ্ড নতুন মাত্রা লাভ করবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

প্রকাশিত : ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১৮ নভেম্বর) পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্তের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ইতোপূর্বে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাদারিত্ব দেশের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনে প্রশংসিত হয়েছে।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে তিনি জানান, “একজন সরকারি প্রশাসক হিসেবে জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার। চট্টগ্রামের উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা অর্জন ও সুশাসন নিশ্চিত করতে আমি সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা আশা করি।”

তিনি আরো বলেন, “চট্টগ্রাম জেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে জেলার উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, ও সেবা প্রাপ্তির স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানান। নতুন জেলা প্রশাসক সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি আদর্শ প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ এবং সংশ্লিষ্টদের মাঝে তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে ইতিমধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। নাগরিক সমাজও তাঁর নেতৃত্বে আধুনিক ও মানবিক প্রশাসনের প্রত্যাশা করছে।

জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে চট্টগ্রাম জেলার প্রশাসনিক কর্মকাণ্ড নতুন মাত্রা লাভ করবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

ডিএস./