দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, সকল আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধি, পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সম্প্রসারণের গন দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তী কালীন সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
(১৯ নভেম্বর) বুধবার সকাল ১০ টায় জেলার বিরামপুর রেল স্টেশনে বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আয়োজনে এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও ঢাকা মোড় টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, উপজেলা আমীর হাফিজুর রহমান, বিরামপুর পৌর যুব দলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, স্বেচ্ছাসেবক দলের নেতা সানোয়ার হোসেন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোফাজ্জল হক, পেশাজীবী ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মানিক, বিরামপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ গোলাম মোরশেদ প্রমুখ।
ডিএস./




















