ঠাকুরগাঁওয়ে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ৪ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১১ টায় জেলার হরিপুর উপজেলার ডাবর সীমান্ত ফাড়িঁ এলাকায় অভিযানে গেলে সীমান্ত পিলার ৩৬৮/১-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘মশালডাংগী’ নামক স্থানে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটককৃত আব্দুস সালাম বাদল(৩৭), উপজেলার জামুন মশালডাংগী এলাকার ইয়াসিন আলী’র ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী ওই যুবকের দেহ তল্লাশি করা হলে তার কাছে চার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হরিপুর থানা পুলিশ।
ডিএস




















