পরশুরাম আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ নভেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোতাহারুল ইসলাম চৌধুরী স্বপন।
এতে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কামাল উদ্দিন খন্দকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মু খুরশীদ আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য জহিরুল করিম জনি,অভিভাবক সদস্য দলিল লেখক কাজী আবুল হোসেন,ব্যাংক কর্মকর্তা কাজী রাজ্জাবুল হক রুমন ও মো হুমায়ুন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,উপজেলায় শিক্ষা বিস্তারে আইডিয়াল স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে অভিভাবক,শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে এসএসসিতে A+ প্রাপ্ত ২জন, ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় A+ প্রাপ্ত ১০১জন ও ক্রীড়া প্রতিযোগী ৬০জন মোট ১৬১জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।




















