জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ও বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ভোক্তাদের অধিকার নিশ্চিতে কাজ করা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর তাদের তদারকির অংশ হিসেবে সদর উপজেলার কাউতলি বাজার এলাকায় সোমবার ( ২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে ফুলকলি নামক একটি প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য প্রতিরোধে এক অভিযান পরিচালনা করেন ।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। আগাম অভিযোগের ভিত্তিতে অভিযানে দেখা যায়, ফুলকলি, কাউতলি শাখা মিষ্টি বিক্রয়ের প্রতিষ্ঠানের সুপার শপে বিভিন্ন খাদ্যপণ্য ( কর্ণফ্লেক্স, দুধ, চকোলেট)মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা বিক্রয় হচ্ছিলো। অভিযানেও
এর সত্যতা মেলে।এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয় এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে অধিক পরিমাণে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ ঘটানো হবে।
এ ব্যাপারে ইফতেখারুল রিজভী বলেন,আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়েছে।আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।




















