আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতকানিয়া–লোহাগড়া এলাকায় ধানের শীষের একক প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর, (সোমবার) বিকেলে সাতকানিয়ার কেরানিহাটে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা মজিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি কেরানিহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। পরে মিছিলটি একটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাতকানিয়া–লোহাগড়া সংসদীয় আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান।
তিনি বলেন, “দলে বিভক্তি নয় ঐক্যই আমাদের শক্তি। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে ধানের শীষ।”তিনি আরও বলেন, সাতকানিয়া–লোহাগড়ার জনমত পরিষ্কারভাবে BNP’র পক্ষে রয়েছে, এবং একক প্রার্থী ঘোষণা হলে আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম আরও বেগবান হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হয়রানি, মামলা ও হামলার ঘটনা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করছে। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বিক্ষোভ-মিছিল আগামী নির্বাচনে অঞ্চলে বিএনপির শক্তিশালী উপস্থিতির বার্তা দিচ্ছে এবং ধানের শীষের প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ায় তা প্রভাব ফেলতে পারে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলম, বিএনপি নেতা আবুল হোসেন, তছলিম উদ্দিন, জামাল হোসেন, ফরিদুল আলম ফরিদ, গাজী মো. ফোরকান, জসিম উদ্দিন, শামসুল ইসলাম মেম্বার, আবদুর রহিম, মঞ্জুর আলম, জহির উদ্দিন, লিটন তালুকদার, ওমর আলী, নাছির উদ্দিন, শাহআলম, নুরুল কবির, মো. শফি, মো. মহসিন, মো. ইলিয়াছ, মো. ফিরোজ, মো. রাশেদ উদ্দিন, মো. নাঈম, শাহ এমরান, শাহজাহান,মো. সোলাইমান বাবুল, মো. শাহজাহান, আবু তৈয়ব, আবদুস সাত্তার, লিয়াকত আলী, শাওন ও মনজুর আলম।
ডিএস./




















