০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

কুমিল্লা কারাগারে নারী দর্শনার্থী গাঁজাসহ গ্রেফতার

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক নারী দর্শনার্থীকে গাঁজাসহ আটক করেছে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ নবেম্বর) সন্দেহভাজন ওই নারী কারাগারে বন্দির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বলে জানা গেছে। এসময় দেহ তল্লাশির সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযুক্ত নারীকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

কারা সূত্রে জানা যায়, দর্শনার্থী হিসেবে কারাগারে প্রবেশের আগে নিয়মিত তল্লাশি চলাকালে ওই নারীর আচরণে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীদের। পরে তার হাতব্যাগ ও শরীর তল্লাশি করে কয়েকটি ছোট প্যাকেট করে রাখা গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গাঁজাগুলো কারাগারের ভেতরে থাকা কোনো বন্দীর কাছে পৌঁছে দেওয়ার জন্যই আনা হয়েছিল।

ঘটনার বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার জানান, “নারী দর্শনার্থীকে আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারাগারের ভেতরে মাদক সরবরাহ চক্র সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

কারাগার সূত্র জানায়, কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে অবৈধ দ্রব্য পাচার বা বহনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে কারা কর্তৃপক্ষ।

কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা রক্ষা ও আইন প্রয়োগে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

কারা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

ঘটনাটি নিয়ে কারা প্রশাসন দর্শনার্থীদের তল্লাশিতে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লা কারাগারে নারী দর্শনার্থী গাঁজাসহ গ্রেফতার

প্রকাশিত : ০৪:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক নারী দর্শনার্থীকে গাঁজাসহ আটক করেছে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ নবেম্বর) সন্দেহভাজন ওই নারী কারাগারে বন্দির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বলে জানা গেছে। এসময় দেহ তল্লাশির সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযুক্ত নারীকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

কারা সূত্রে জানা যায়, দর্শনার্থী হিসেবে কারাগারে প্রবেশের আগে নিয়মিত তল্লাশি চলাকালে ওই নারীর আচরণে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীদের। পরে তার হাতব্যাগ ও শরীর তল্লাশি করে কয়েকটি ছোট প্যাকেট করে রাখা গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গাঁজাগুলো কারাগারের ভেতরে থাকা কোনো বন্দীর কাছে পৌঁছে দেওয়ার জন্যই আনা হয়েছিল।

ঘটনার বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার জানান, “নারী দর্শনার্থীকে আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারাগারের ভেতরে মাদক সরবরাহ চক্র সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

কারাগার সূত্র জানায়, কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে অবৈধ দ্রব্য পাচার বা বহনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে কারা কর্তৃপক্ষ।

কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা রক্ষা ও আইন প্রয়োগে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

কারা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

ঘটনাটি নিয়ে কারা প্রশাসন দর্শনার্থীদের তল্লাশিতে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে।

ডিএস./