জামালপুরের সরিষাবাড়ীতে আজ ২৫/১১/২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১:৩০ টায় ঝিনাই নদীতে এপাড় থেকে ওপাড়ে পার হওয়ার সময়ে মাঝ নদীতে ডুবে মারা যায়, প্রত্যক্ষদর্শী শাহীন মিয়া ও ওয়ারেছ আলী জানান সকাল আনুমানিক সোয়া ১১টার সময় সাতপোয়া মধ্য পাড়া গ্রামের মোঃ সুলতান ড্রাইভারের ছেলে লাদেন মিয়া (২২) সাতপোয়া সরকারী স্কুল এলাকার ঝিনাই নদীতে এপাড় থেকে ওপাড়ে পার হওয়ার সময়ে মাঝ নদীতে ডুবে যায়। সেখানে প্রত্যক্ষদর্শী জেলে ও সাধারণ মানুষ মিলে মৃত অবস্থায় উদ্ধার করে।
এলাকাবাসীর ও মৃতের পরিবারের নিকট থেকে জানা যায় লাদেন মিয়া দুই বছর যাবত মানোষিক অসুস্থ ছিলো, সে এস এস সি পাশের পর মানুষিক ভাবে অসুস্থ হয়ে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান জানান পানিতে ডুবে এক যুবকের মৃত্যু জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএস




















