ফরিদপুরে শহরতলীর মুন্সি বাজারে মাছের আড়তে অভিযানে কৃত্রিম জেলি দেয়া চিংড়ি মাছ ও পচা মাছ জব্দ করেছে মোবাইল কোর্ট ।
গতকাল সোমবার বেলা ১১ টার দিকে ফরিদপুর শহর তলির মুন্সি বাজার মাছের আড়তে গোপন সংবাদের ভিত্তিতে আই এল আর ফ্রীজে সংরক্ষিত অবস্থায় প্রচুর পরিমানে কৃত্রিম জেলি দেওয়া চিংড়ি মাছ এবং ৪/৫ মন সামুদ্রিক পঁচা মাছ জব্দ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমানের নেতৃত্ব এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় উক্ত অবৈধ মাছের মালিককে হাতেনাতে ধরা হয় এবং আড়ৎদারকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা তাৎক্ষণিক অর্থ দন্ডে দন্ডিত করা হয় এবং সকল মাছ বিধি সম্মতভাবে উপস্থিত জনসাধারণের সামনে কেরোসিন তেল ঢেলে গর্ত করে তিন ফিট মাটির নিচে ধ্বংস করা।
মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আজমল ফুয়াদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহামুদুল হোসেন উপস্থিত ছিলেন। প্রচলিত এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান।
ডিএস/




















